নড়াইলে ১হাজার ৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

0
169
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরে খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৮শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, এমপির প্রতিনিধি তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.শাহীদুল ইসলাম শাহী। সরকারি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, কৃষকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ডিএপি সার ১৫ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here