
ডেইলি গাজীপুর বিনোদন: পয়লা বৈশাখ উপলক্ষে গতকাল দেশজুড়ে প্রায় ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবিটি। আর এ ছবির মাধ্যমে সেমন্তী সৌমির বড় পর্দায় অভিষেক হলো। এ ছবিতে তার বিপরীতে তাসকিন রহমান অভিনয় করেছেন। ছবিটি নিয়ে সৌমি বলেন, এ ছবিতে কাজ করে বেশ ভালো লেগেছে। গল্পে আমার চরিত্রের নাম বৃষ্টি। শুটিংয়ের সেটে এ ছবির নায়ক তাসকিনের সঙ্গে প্রথম দেখা ও কথা হয়। কাজের প্রতি তার দারুণ আন্তরিকতা। তার কারণেই আমার চরিত্রটি সহজভাবে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।
বড় পর্দায় নিজেকে কেমন দেখাবে, কেমন অভিনয় করতে পারলাম-এসব নিয়ে একটু টেনশনে আছি। তবে এ ছবির গল্প, আমার চরিত্র, গান সবকিছু নিয়ে আমি আশাবাদী। আজ বিকালে বলাকা সিনেমা হলে যাব। দর্শকসারিতে বসে ছবিটি দেখবো। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, সিবা শানু, তুলিকা, সুপ্রিয়, আমান রেজা প্রমুখ। ‘বয়ফ্রেন্ড’ বাংলাদেশের পর সাফটা চুক্তিতে পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে বলে জানা যায়। এ ছবির বাইরে নির্মাতা সাফি উদ্দিন সাফির ‘সিনেম্যাটিক’ নামের ওয়েব সিরিজেও কাজ করেছেন সৌমি।






