
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও ভিন্ন আমেজের মধ্য দিয়ে সভানেত্রী পুনাক নাহিদা চৌধুরী সুমি, এর আয়োজনে পুলিশ সুপারের বাসভবনের বর্ষবরণ ১৪২৬ উপলক্ষ্যে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। মেহেদী উৎসবে বাংলার সাজ মেহেদী লাগানোর মাধ্যমে কিছু নজরকাড়া মেহেদীর নকশা তুলে ধরা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন আনজুমান আরা, জেলা প্রশাসক, নড়াইল, মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল, রিজাউল হক টিটু, স্পাউস, জেলা প্রশাসক, নড়াইল, সহধর্মিনী, মাননীয় দুদক কমিশনার (তদন্ত), সহধর্মিনী, জেলা ও দায়রা জজ, এডিসি, নড়াইল, এনডিসি, নড়াইল, মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, নড়াইল, ইউএনও সদরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
