
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আটককৃত দেলোয়ার কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া এলাকার মোতাহার আহম্মের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার এসআই সুমন মিয়া জানান, সোমবার বিকালে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি রোডে গাঁজা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে স্কসটেপ মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
