আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে দুই দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা

0
323
728×90 Banner

জহুরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি : আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে দুই দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আশা শিয়ালকোল শাখার নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি দীর্ঘদিন যাবৎ এলাকার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ও ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। এজন্য আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির ১ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ জন শিক্ষা সেবিকাদের বছরে ৪ বার ২দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায়, আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি এর আওতায় আশা শিয়ালকোল-০১ ব্রাঞ্চ কার্যালয়ে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের শিক্ষার কৌশল ও মান উন্নয়নের লক্ষ্যে ২ দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিরাজগঞ্জ জেলার ডিএম এস.এম. শফিকুল ইসলাম | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ফিল্ড অফিসার মোঃ সামিরুল ইসলাম,-আশা সিরাজগঞ্জ জেলা এগ্রি বিজনেস আর এম মোঃ সামসুদ্দিন । এছাড়াও আশা শিয়ালকোল-০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ মাহবুবুল আলম ও শিক্ষা সুপারভাইজার মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here