মানব ও বিজেএফের মানববন্ধন

0
301
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে হত্যার ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও তার সহযোগীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম’ ও ‘মানব’ নামের দু’টি সংগঠন।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে। পত্রিকার পাতা কিংবা টিভি চালু করলেই প্রতিনিয়ত আমাদের চোখে নারী নির্যাতন, হত্যা কিংবা শ্লীলতাহানির সংবাদ দেখতে পাই। এমনকি কর্মক্ষেত্রেও নারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে না। কোথাও না কোথাও আমাদের নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, অপরাধীদের অপরাধের মাত্রা এতোটাই  বেড়ে গেছে যে, সহসাই তারা নারীদের ওপর কেরোসিন ঢেলে দিচ্ছে, ছুরি দিয়ে আঘাত করতে কুণ্ঠাবোধ করছে না। সরকার যদি এসব অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দেয়, তাহলে অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। তাই নুসরাতসহ সকল নারী হত্যাকারীদের দ্রুত বিচার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল আলমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হক, মনসুর আহমেদ, গোলাম কিবরিয়া, টুটুল, সাঈদ, সবুজ, রুবেল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here