২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫

0
180
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার সদরে মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
র‌্যাব-৫ বলেন,বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে সোমবার রাত ৯ টায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদশা (জলিলপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু হোসেন (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম ভাদশা জলিলপাড়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here