বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে পাবনা সিভিল সার্জন কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

0
190
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: “কার্যকরী টিকা, সকলের সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ২৪-৩০ এপ্রিল বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর।
সভায় বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্বারোপ করে এ বিষয়ে দায়িত্বশীলদের আরও সচেতন হবার পরামর্শ প্রদান করেন। টিকা কার্ড পরীক্ষা করে সময়মত টিকাদান প্রদানে গর্ভবতী মাকে পরামর্শ প্রদানে স্বাস্থ্য কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।
এসময় সকল শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আনতে নিজেদের পরিবার, সমাজের দায়িত্বশীল সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়। স্বাস্থ্য সেবায় পাবনা এগিয়ে যাক এ প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
বিশ্ব টিকাদান সপ্তাহের গুরুত্ব বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ইমুনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মো. তারিকুল ইসলাম।
সিভিল সার্জন ডা. মো. মেহেদি ইকবালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর উপ-পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত, পাবনা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ক্যাপ্টেন (অব.) ডা. আনিসুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মোহাম্মদ খায়রুল কবির। এসময় পাবনার সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, চিকিৎসক, সেবিকা, এনজিও, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here