নড়াইলে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে এমপি মাশরাফির মতবিনিময়

0
191
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা পর্যায়ে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), জেলা পর্যায়ে কর্মরত সকল বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। মতবিনিময় চলাকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে আরও উন্নত করতে হলে সকলকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারণ কারোর একার উদ্যোগে কোনো উন্নয়ন সম্ভব নয়। সেই সাথে উন্নতির পথে অন্তরায়সমূহ চিহ্নিতপূর্বক সকলকে সেগুলো পরিত্যাগ করতে হবে। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। নড়াইল জেলার আরো বেশি উন্নতিকল্পে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহŸান জানান তিনি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, উন্নয়নের পথে মূল অন্তরায় হচ্ছে মাদক, জঙ্গি, ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম। নড়াইল জেলার উন্নয়ন আরো গতিশীল করতে হলে সকলকে এ ধরনের সামাজিক ব্যধি থেকে দূরে থাকতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here