টঙ্গীতে জাতীয় স্বাস্থ্য সেবা ২০১৯ উদযাপন

0
245
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ব্যাপী আড়ম্বর পূর্ণ পরিবেশে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে।এতে সেবাদানকারী ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন সৃষ্টি হয়। প্রথম দিনের র‌্যালী। সমাপনী দিনে হাসপাতালের সকল চিকিৎসক,নার্স,কর্মকর্তা কর্মচারী ও রোগীদের সমন্বয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান হিসেবে সরকারের গৃহিত স্বাস্থ্য ব্যবস্থাপনার অভূত উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ পরিচালক আলহাজ্ব ডাঃ মোঃ কমর উদ্দিন, হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্¦ সাংবাদিক মোঃ আমির আলী,ডাঃ মাসুদ রানা প্রমুখ। হাসপাতালের তত্ত্বাবধায়ক শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের বিদ্যমান চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীদের উদ্ভুদ্ধ করেন। ডাক্তার ও সকল কর্মচারীদের সৌহার্দপূর্ণ বন্ধুসুলভ আচরনের মধ্য দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here