
ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের কাপাসিয়ায় ভাতিজার আঘাতে চাচা শাহ্জাহান হত্যার বিচারের দাবীতে স্থানীয় ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতি ও কাঠ ব্যবসায়ীর উদ্যোগে ২৪ এপ্রিল বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া গ্রামের কাঠ ব্যবসায়ী শাহজাহান গাজী হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে বিচারের দাবীতে কাপাসিয়া-মনোহরদী সড়কে ত্রিমোহনী বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পরিবারের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ বি এম সাইফুল মোল্লা, ঈদগাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম মোল্লা মতিন, ব্যবসায়ী রেনু বেপারী, বরকত মোল্লাহ, নজরুল ইসলাম, নিহতের শাহজাহানের পুত্র শামীম গাজী প্রমূখ। পরে মরহুমের রোহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহ্িফল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শনিবার সকালে মেরুয়া গ্রামে জমির সীমানা সংক্রান্ত তুচ্ছ ঘটনায় শাহ্জাহান গাজীর (৪৮) আপন ভাই তাজউদ্দিনের দুই পুত্র দেলোয়ার ও মোজাম্মেল তাঁকে রোহার রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার ৫ দিন পর ১৭ এপ্রিল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহজাহান ওই গ্রামের মৃত গফুর গাজীর পুত্র।
