নতুন গান নিয়ে জুঁই

0
229
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজে পা রাখেন পুনম হাসান জুঁই। এরপর বহু নামি পণ্যের মডেল হয়েছেন তিনি। তার প্রথম ধারাবাহিক ছিল কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নুরজাহান’ অবলম্বনে নির্মিত ‘নুরজাহান’ নাটকটি। এরপর অনেক নাটকে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী প্রত্যয়, কিশোরের গানে মডেল হিসেবে কাজ করেন। গত ১৫ই এপ্রিল নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে তার। জুঁই বলেন, গত বছরের শেষদিকে এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। সোহেল মেহেদীর গাওয়া এ গানটির শিরোনাম ‘প্রাণ সখী’। গানটি স¤প্রতি ধ্রæব মিউজিক কটেজে প্রকাশ হয়েছে।
এখানে আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন বাঁধন লিংকন। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এ ছাড়া জুঁই স¤প্রতি অমিতাভ রেজার নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here