উবার নাটকে সেতারা চরিত্রে সাবিলা

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: আসছে ঈদ উপলক্ষে একাধিক ধারাবাহিক, একক নাটক এবং টেলিছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূর। এরইমধ্যে ভিন্ন এক কাহিনীর নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের জন্য নির্মিত বিশেষ এ নাটকের নাম ‘উবার’। সাবিলা নূর জানান, এ নাটকে আমার চরিত্রের নাম সেতারা। কাজটি করে বেশ ভালো লেগেছে। এর রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। আমি ছাড়াও তারিক আনাম খান, তৌসিফ মাহবুব, মিলি মুন্সি কাজ করেছেন। মূলত চারজনকে ঘিরেই এর গল্প।
নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, সবশেষ ১৩ই এপ্রিল এ নাটকের দৃশ্যায়ন হয়েছে। কাহিনীটা একটু ভিন্ন ধরনের। আসছে ঈদে আরটিভিতে এ নাটকটি দর্শকরা দেখতে পাবেন। গত বছরের শেষদিকে নির্মাতা আশফাক নিপুণের ‘চাকা’ শিরোনামের নাটকে অভিনয় করে বেশ প্রশংসা পান সাবিলা নূর। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন ছোটপর্দার এই তারকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here