কাপাসিয়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0
238
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ২৮ এপ্রিল রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা পরিষদের নির্বাচিতরা।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার হারুন অর রশিদ, ডিজিএম ইয়াইয়া আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউপি চেয়ারম্যান আইয়বুর রহমান সিকদার, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফ্ফার প্রমুখ।
দায়িত্ব গ্রহণের পরে সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে প্রথম মাসিক সমন্বয় সভা হয়। সভায় অ্যাড. আমানত হোসেন খান বলেন উপজেলা পরিষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করি এবং তৃণমূলের জনসাধারণ যেন হয়রানি ও দূর্ভোগের শিকার না হয় সে দিকে খেয়াল রাখার জন্য উপজেলা প্রশাসনের কাছে আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here