গাজীপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন

0
217
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দিয়ে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন মোশারফ হোসেন (২৫), রিংকন আকন্দ (২৮), রবিন (১৮) ও নয়ন মিয়া (২০)। রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চার আসামিকে আজ ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ এপ্রিল রাতে রাজধানীর অদূরে গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকা থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্বার করা হয়। পরে তাদের পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তিরা হলেন মফিজুল মোল্লা ও হারুন মিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রোববার ঢাকা রেলওয়ে (কমলাপুর) জিআরপি থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোশারফ হোসেন স্বীকার করে যে, ঘটনার দিন বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনে আসামি রানা, নয়ন, শাহীন, মোশারফ, পাবনার সাগর, সাইফুল, রবিন, চিকু ও হৃদয় একত্রিত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন তাঁরা। পরে স্টেশনের উত্তর মাথায় ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। রাত ৯টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনের ছাদে ওঠেন। এরপর মোশারফ সহ তার সহযোগীদের নিয়ে তিনি এই হত্যাকান্ড ঘটায়।
ঢাকা রেলওয়ে থানা-পুলিশ জানান, আসামি রানা, শাহিন ও সাগর চলন্ত ট্রেনের ছাদ থেকে মফিজুল মোল্লা ও হারুন মিয়াকে ওই দুজনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আসার আগেই তারা ট্রেন থেকে একে একে নেমে যায়। এরপর তারা সকলে সুবিধা মতো রাতে লালমণি এক্সপ্রেসে করে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌছায়।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক সোমবার জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে আজ সোমবার জিঞ্জাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here