রমজানে সারা দেশে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহবান

0
331
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রমজানে বাংলাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবির নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আলাদা মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয় এজন্য বৃহস্পতিবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহŸান জানানো হয়েছে। রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান রাতে অর্থাৎ লাইলাতুল কদরে কোরআন খতমের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আলেম, পীর মাশায়েখ ও ইমামদের সঙ্গে আলোচনা করেই এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন। চাঁদ দেখা সাপেক্ষে আগামি ৭ মে থেকে রোজা শুরু হতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here