শাহজাদপুরে পিছিয়ে পরা কয়েকটি গ্রাম

0
179
728×90 Banner

আবির হোসাইন শাহীন: শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, ধরজামতৈল, যুগিবাড়ি, লোচনাপাড়া ও  আশেপাশে এলাকার কিছু অংশ এখনও আধুনিকতার ছোয়া ও উন্নত জীবনযাত্রার মান থেকে অবহেলিত। আধুনিকতার ছোঁয়ায় দেশ এগিয়ে গেলেও ভাগ্য পরিবর্তন হয়নি এসব এলাকার মানুষদের। ঘোরশাল ও ধরজামতৈলের মাঝে একটি ব্রিজ ও কিছু রাস্তাঘাটের উন্নয়নই পারে এলাকাবাসিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে মাথা উঁচু করে দাড়াতে।
প্রায় ৫০ হাজার লোকের বসবাস ধরজামতৈল ও আশেপশের এলাকার মানুষের।
স্বাধীনতার পর থেকে যেন যুদ্ধ করে জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। যেন দেখার কেউ নেই শাহজাদপুর উপজেলার সবচেয়ে অবেহেলিত গ্রাম বেলতৈল ইউনিয়নের সীমান্ত এলাকা ধরজামতৈল গ্রামের ১০ হাজার মানুষ ও আশেপাশের এলাকার ৪০ হাজার মানুষ।
৫০ হাজার মানুষের বসববাস যে গ্রামে, সেখানে মোটর সাইকেল তো ধুরে কথা সাইকেল নিয়ে যাওয়া যায় না এই গ্রামে। কেউ জরুরী রোগীকে বাহিরে নিতে হলে কোন গাড়িতে নিতে পারে না। চাঙ্গারীতে করে বের করতে হয়। এছাড়া ও রাস্তার মাঝে প্রায় ৬ মাস পানি থাকে।যানবাহন তো বাদই দিলাম পায়ে হেঁটে যাওয়াই দুশকর।যেখানে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেখানে একটি ব্রিজ এর জন্য পিছনে থাকতে হচ্ছে ৫০০০০ মানুষের জীবন।
যেখানে সরকার রাস্তাঘাট উন্নয়ন এর জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে , সেখানে একটি গ্রামে নেই কোন উন্নয়ন।জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এলাকা বাসির দাবি অবিলম্বে ব্রিজ নিমান করে এলাকাবাসীকে ভোগান্তি থেকে রক্ষা করবেন।এমপি ও ডিসির সুদৃষ্টি পারে এলাকা বাসির প্রানের দাবি পুরন করে ভোগান্তি থেকে রক্ষা করতে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here