১৮ দিন পর চোখ খুললেন সুবীর নন্দী

0
215
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: হাসপাতালের বিছানায় টানা ১৮ দিন চোখ-বুজে নিথর পড়ে থাকার পর শুক্রবার চোখ খুলেছেন সংগীতশিল্পী সুবীর নন্দী। আর চোখ খুলে মেয়ে ফাল্গুনীকে দেখেই অঝোরে কাঁদলেন খ্যাতিমান এ শিল্পী।
উন্নত চিকিৎসার জন্য চারদিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ফাল্গুনী নন্দী বলেন, শুক্রবার চোখ খুলেছেন বাবা। আর চোখ খুলে আমাকে দেখার পরই অঝোরে কাঁদেন তিনি। বাবার জ¦র নিয়ন্ত্রণে এসেছে। আজই এমআরআই করার কথা রয়েছে। বাবার জন্য সবাই দোয়া করবেন।
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি।
সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সুবীর নন্দী চোখ মেলেছেন।
পরিচিতজনদের চিনতে পেরে কান্না করেছেন। তার মস্তিষ্কের কাজ করা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। শুনলাম, ব্রেন আস্তে আস্তে কাজ করছে।
প্রসঙ্গত, গত ১৪ই এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেওয়া হয় এ শিল্পীকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here