৭মে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী

0
189
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন: আগামী ৭ মে মঙ্গলবার প্রখ্যাত শ্রমিক নেতা গাজীপুরের ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী । দিবসটি পালন উপলক্ষে দলীয় ভাবে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসুচির মধ্যে রয়েছে ৭ মে মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। পবিত্র কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, স্মরণিকা প্রকাশ, আলোচনা ও স্মরণ সভা।
৭মে মঙ্গলবার দিনব্যাপী গাজীপুরের হায়দরাবাদ ও টঙ্গীতে স্থানীয়ভাবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে টঙ্গী নোয়াগাঁও এম,এ মজিদ মিয়া উচচ বিদ্যালয় মাঠে এক স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো: জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৫তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরর মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০০৫ সালের ৭মে বিকেলে গাজীপুরের টঙ্গী সাবেক ১০ নম্বর ওয়ার্ডস্থ নোয়াগাঁও এম,এ মজিদ মিয়া উচচ বিদ্যালয় মাঠে ওয়ার্ড স্বেচছাসেবকলীগের সম্মেলনে বিএনপি-জামাত জোট সরকারের ভাড়াটে খুনি ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ব্রাশফায়ার করে হত্যা করে আহসান উল্লাহ মাস্টার (এমপি)কে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here