সাপাহারে মানুষের হাড় জনমনে চাঞ্চল্য সৃষ্টি

0
177
728×90 Banner

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে পানি সংরক্ষন প্রকল্পের অধীনে বিলের বুক চিরে বয়ে যাওয়া দোহারা খাড়ী খনন কালে রবিবার সকাল ১০টার সময় আবরো ওই বিলের মহিষডাঙ্গা ঘাটের ব্রীজ এলাকায় খনন কালে মাথার খুলি বুকের হাড় সহ প্রায় ৫ খন্ড হাড় পাওয়া গেছে। এতে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত কয়েক দিন আগে ও কয়েক বছর আগেও ওই খাড়ি খনন কালে মাথার খুলি সহ অনেক হাড় পাওয়া গিয়েছিল এত মাথার খুলি হাড় কেন জনগনের মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে ।
জানাগেছে, পানিউন্নয়ন বোর্ডের লোকজন এসকেভেটর মেশিন দ্বারা জবই বিলের ওই অংশে খনন কাজ পরিচালনা করার সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে আবারো মাথার খুলি সহ হাড় গুলো মেশিনের ফলায় ওঠে আসে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আবারো উৎসুক জনতা হাড় গুলি এক নজর দেখতে বিলের ওই অংশে ভিড় জমায়। বহু পুরনো এই হাড় গোড়গুলো দেখে অনেক প্রবীণ ব্যক্তিরা মন্তব্য করে বলেন, ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা করে পুতে রাখা অথবা অতীতে কোন নৌকা ডুবি মানুষেরও হতে পারে কিন্তু জনমনে প্রশ্নের সৃষ্টি হওয়ায় এলাকার লোকজন এই হাড় গুলির ডিএনএ পরীক্ষা করার জন্য প্রশাসনে সু-দৃষ্টি কামনা করছে।
উল্লেখ্য যে, গত ২৮এপ্রিল বিলের অন্যঅংশে ১২পিচ মানবদেহের কঙ্কাল/হাড় পাওয়া গিয়েছিল এবং প্রায় ৫বছর পূর্বেও বিলের ওই খাড়ী খননকালে অসংখ্য হাড় গোড় পাওয়া গিয়েছিল।
এব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমিও লোক মুখে শুনেছি। হাড় গোড়গুলি বহু পুরনো, সম্প্রতিকালের কোন ঘটনা না হওয়ায় সেগুলিকে অন্যত্র মাটির নিচে পুতে রাখা হচ্ছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here