কিশোরগঞ্জের মিঠামইনে সেনানিবাস পরিদর্শন করলেন সেনাপ্রধান

0
179
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নতুন সেনানিবাস এলাকা পরিদর্শন করেন তিনি । এ সময় তাকে কিশোরগঞ্জ-৪ আসনের এমিপ ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ফুলেল শুভেচ্ছা জানান। সেখান থেকে স্পিডবোটে করে নতুন নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান সেনাপ্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, রাষ্ট্রপতির ভাই অধ্যক্ষ আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম প্রমুখ। সেনানিবাস ঘুরে দেখা শেষে তিনি রাষ্ট্রপতির বাসভবন পরিদর্শন করেন এবং সেখানে কিছুটা সময় অবস্থান করেন। বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে তিনি মিঠামইন ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here