জাতীয় ঐক্য গড়ে তুলুন, সীমান্ত হত্যা ও সংস্কৃতিতে আগ্রাসী আধিপত্যবাদ রুখে দাঁড়ান”

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে ফারাক্কা দিবস’২০১৯ উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় কমিটির আহŸায়ক শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দীনের সঞ্চালনায় “ঐতিহাসিক ফারাক্কা দিবসের চেতনায় পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন, সীমান্ত হত্যা ও সংস্কৃতিতে আগ্রাসী আধিপত্যবাদ রুখে দাঁড়ান” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জি: এএএম ফয়েজ হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহŸায়ক মোঃ হারুন অর রশিদ খান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সভাপতি ডাঃ এম. এ সামাদ, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ, শ্রমিক নেতা রফিকুল ইসলা পথিক, শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলী, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক ইয়ারুল ইসলাম, মানবাধিকার নেতা মাহবুব খোকন প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৯৭৬ সালের ১৬ মে ৯৬ বছর বয়সে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী লাখ লাখ মানুষ নিয়ে ফারাক্কা লংমার্চের মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদী পানির আগ্রাসন মোকাবেলায় জনগণের ঐক্য সুদৃঢ় করে তোলেন। গড়ে তোলেন বিশ্ব জনমত। আজ তাই ফারাক্কার চেতনায় আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলে পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহŸান জানান নেতৃবৃন্দ।
ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে মরু করণের ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহŸান জানান। নতজানু পররাষ্ট্র নীতি পরিত্যাগ স্বাধীন পররাষ্ট্র গ্রহণ না করলে কোনদিন পানির অধিকার আদায় হবে না। সীমান্তে নিরস্ত্র নিরীহ বাংলাদেশের নাগরিকদের রক্ষা করতে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সাংস্কৃতিক আগ্রাসন স্বাধীনতাকে অর্থহীন করে তোলে। রক্তে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত করতে হবে। সার্বভৌমত্বের লংঘন আমার স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। তাই বারবার বিএসএফ কর্তৃক স্বাধীনতা সার্বভৌমত্বকে লংঘনের বিরুদ্ধে ফারাক্কার চেতনায় জাতিকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here