সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় মূল্যবোধ অপরিহার্য …. লায়ন গনি মিয়া বাবুল

0
244
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় মূল্যবোধ অপরিহার্য। ধর্মীয় মূল্যবোধের সাথে জীবন যাপন করা প্রত্যেকের উচিত। বিভিন্ন সামাজিক বিপর্যয় রোধে ধর্মীয় মূল্যবোধ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সকল মানুষের মানবাধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সাহিত্য সংগঠন ‘সাহিত্য ভূবন’ এর উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ১৪ পুরানা পল্টন ঢাকায় ১৯ মে বিকেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর সভাপতিত্বে ও মহাসচিব হারিছর হাসান সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, বাকশালের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কাইয়ূম, চন্দ্রাবতী ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, বিডিপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দৈনিক বিশ্লেষন পত্রিকার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here