শ্রীপুরে মামলা প্রত্যাহার করতে বাদীকে হত্যার হুমকি!

0
250
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার এক বিকাশ ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বৃহস্প্রতিবার বিকেলে মাওনা ইউনিয়নের শিরিশগুরী এলাকার আব্দুল মজিদের ছেলে মুন্জুরুল ইসলাম ৬জন কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। অভিযুক্তরা হলো একই এলাকার মাসুম (২৫),লোকমান হোসেন (২২).জুলহাস উদ্দিন (৩৫),আব্দুল জলিল (৪৮), ও শিমলাপাড়া এলাকার শমিজ উদ্দিন (৫০) মফিজ উদ্দিন (৩২)।
জানা যায়, জমি সংক্রান্তের বিরোধের জের ধরে প্রতিপক্ষ জুলহাস উদ্দিনের নেতৃত্বে ৩/৪জন অজ্ঞাত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুনজুরুল ইসলামের পরিবারের লোকজনের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
মুনজুরুল ইসলাম বলেন, র্দীঘ দিন ধরে প্রতিপক্ষ আমার চাচাতো ভাই জুলহাস উদ্দিন জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলছিল। আমি আমার দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে রাস্তায় পৌঁছা মাত্রই আমার ওপর লাঠি দিয়ে শরীরে বিভিন্ন অংশে পিটিয়ে আহত করে । আমার ডাক চিৎকারে আমার বাবা মা ও ছোট ভাই মাসুদ রানা এগিয়ে আসলে তাদের কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করি। মামলা করার পর থেকে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আমাদের কে অনবরত হুমকি দিচ্ছে। আসামীরা কিছু দিন আগে আদালত থেকে জামিনে বাহির হয়ে মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে,মামলা প্রত্যাহার না করলে আমাদের কে হত্যা করে ফেলবে। তিনি আরো বলেন,উল্টো প্রতিপক্ষ মাসুম মিয়া আমাদের নামে গাজীপুর আদালতে মানহানী ও চুরির অপবাদ দিয়ে একটি সাজানো মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করছে। আমরা এখন আমাদের পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি। এ ব্যপারে প্রতিপক্ষ জুলহাস উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার(ওসি) জাবেদুল ইসলাম বলেন,বাদীকে প্রাননাশের হুমকির বিষয়ে সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here