জাতীয় পার্টিতে বিএনপির অর্ধ শতাধিক নেতা-কর্মীর যোগদান, ক্ষুব্ধ বিএনপি!

0
186
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিএনপির অভ্যন্তরে চলছে ভাঙ্গা-গড়ার খেলা। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অনুধাবন করে দলত্যাগ অব্যাহত রেখেছেন দলটির নেতারা।
এবার সেই ধারাবাহিকতায় কুমিল্লা মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন। শনিবার (২৫ মে) জাপা চেয়ারম্যানের বনানী অফিসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিএনপি নেতারা।
যদিও নেতাদের দলত্যাগের বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মনে করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সুবিধাবাদী রাজনীতিবিদরা বিপদের দিনে দল পাল্টান বলেও মনে করেন বিএনপি নেতারা।
এদিকে, দলত্যাগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা মহানগর বিএনপির সাবেক নেতা হুমায়ুন কবির মুন্সি বলেন, বিএনপির রাজনীতি করে প্রতারণা ছাড়া কিছুই পাইনি। বিরোধী দলে থেকেও বিএনপি মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য করছে। দল গোছানোর বদলে দলে বিভক্তি সৃষ্টি করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা রাজনীতিকে ব্যবসা বানিয়ে ফেলেছেন। দলটির নেত্রী জেলে দিন কাটাচ্ছেন, অথচ নেতাদের কোন মাথাব্যথা নেই। আন্দোলনের ফরম্যাট তৈরি করতেই দিন শেষ বিএনপির। রাজনীতির নামে নেতা-কর্মীর সাথে প্রতারণা করছে বিএনপি।
নেতা-কর্মীদের দলত্যাগের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লার স্থানীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লার ৫০ জন অথর্ব নেতা জাতীয় পার্টিতে যোগদান করে বিএনপির খুব বেশি ক্ষতি করতে পারবেন না। যারা সুযোগ সন্ধানী তারাই দলত্যাগ করে। বিএনপির রাজনীতি চ্যালেঞ্জিং হয়ে পড়ায়, অকৃতকার্য হওয়ার ভয়েই নেতারা দল ছাড়ছেন। অকৃতকার্য, ভীতু ও চাটুকারদের জন্য বিএনপির রাজনীতি উপযুক্ত নয়। বিএনপি বৃহত্তম একটি রাজনৈতিক দল। ৫০-১০০ জন চলে গেলেও বিএনপির খুব বেশি ক্ষতি হবে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here