শাহজালালে চৌত্রিশ শত ইয়াবাসহ আটক

0
257
728×90 Banner

সানাউল্লা স্বপন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৪ শত ৩ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ । সোমবার ভোর রাত ৩ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোর রাত তিন টার দিকে মোকছেদুল হাওলাদার (২৬) বিমানবন্দরের অভ্যন্তরিণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আটক করা হয়। পরবর্তিতে তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৪ শত ৩ পিস ইয়াবা পাওয়া যায়। উল্লেখিত ইয়াবার মূল্য সাড়ে ষোল লক্ষ টাকা বলে জানা গেছে। সে পটুয়াখালি জেলার কলাপাড়া থানার খেপুপাড়াস্থ টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের পুত্র।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here