এশিয়ান টিভিতে সপ্তাহব্যাপি বর্ণাঢ্য আয়োজন

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি বছরের মতো এবারের ঈদেও থাকছে সপ্তাহব্যাপি বর্ণাঢ্য আয়োজন। বরেন্য নির্মাতাদের নির্মিত ও জনপ্রিয় তারকাদের অভিনয়ে ১৪টি একক নাটক, ৭টি টেলিফিল্ম ও ১৪টি সিনেমাসহ ৪টি ধারাবাহিক প্রচার করবে চ্যানেলটি। একক নাটক হচ্ছে : টম অ্যান্ড জেরি ২, আমি গাধা বলছি, উ গড়ঃরাধঃরড়হধষ খড়াব, ঋধরৎ রহ খড়াব, টু মাচ, ডিসলাইক, ফোর্টিন্ট শেডস অব লাভ এছাড়া ভিন্ন ধাচের বেশ কয়েকটি ধারাবাহিক প্রচার করবে চ্যানেলটি। যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পপি, জাহিদ হাসান, মোশারফ করিম, মেহজাবিন, শহিদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সোহানা সাবা, মিশু সাব্বির, তানজিন তিশা, জাকিয়া বারী মম, আরফান নিশো, চঞ্চল চৌধুরী, এটিএম শামসুজ্জামান সহ খ্যাতিমান তারকাগন। একইসাথে প্রচার হবে ১৪টি বাংলা চলচ্চিত্র : আম্মাজান, সবার উপরে প্রেম, কষ্ট, প্রেম সংঘাত, স্বামী নিয়ে যুদ্ধ, জমজ, গণ দুশমন, ফুল নেবো না অশ্রæ নেবো, ভেজা বিড়াল, বন্ধু যখন শত্রæ, ভিলেন, মন যেখানে হৃদয় সেখানে, আমাদের সন্তান, মায়ের হাতে বেহেস্তের চাবি। এছাড়াও থাকছে ৭টি টেলিফিল্ম : ই ফর এডুকেশন, একটা কিনলে একটা ফ্রি, পোশাকে বংশের পরিচয়, শান্তনা দে, টমেটো ক্যাচাপ, টার্গেট ০০৭, সবিনয় নিবেদন। এর পাশাপাশি ৭ পর্বের ৪টি ধারাবাহিক নাটক: মিয়ার বেটা, ঈদের সালামী, আব্বা উকিল ডাকবো?, আল্টিমেটাম সহ এশিয়ান লাইভ, ঈদ রঙ্গরশ, সেলিব্রেটি আড্ডাসহ নিয়মিত অনুষ্ঠানের আয়োজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here