মোদির শপথ অনুষ্ঠানের খাদ্য তালিকা

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত নরেন্দ্র মোদির দ্বিতীয় দফার শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার থাকছে বাংলার মিষ্টি। আর সেই মিষ্টি হল বাংলার কেশরী রাজভোগ। গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণে দেশ-বিদেশের মিলিয়ে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫ থেকে ৬ হাজার অতিথি। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠান বেশি জাঁকজমক পূর্ণ না করার জন্য আগেই সাংসদ প্রতিনিধিদের কাছে আবেদন জানিয়ে ছিলেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ। দরবার হলের সামনে ফোর্টকোর্টে শপথ নেবেন মোদি। এই নিয়ে চতুর্থবার এই স্থানে দেশের কোনও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। ১৯৯০ সালে চন্দ্র শেখর, ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী, ২০১৪ সালে নরেন্দ্র মোদী তার প্রথম দফায় এই স্থানে শপথ নিয়ে ছিলেন। আর এবার ফের একই স্থানে শপথ নিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে যে হাই টি আয়োজনে বাংলার রাজভোগ। হাই টি-র মেনুতে ভারতীয় ও বিদেশি খাবারের সংমিশ্রণ। যেমন সমোসা, তেমনই স্যান্ডউইচ, কমলালেবুর দই লেমন টার্টও। তার পাশেই কেশরী রাজভোগ। ব্যাঙ্কোয়েটে আমিষ, নিরামিষ দু রকমেরই পদ। রাষ্ট্রপতি ভবনের স্পেশালিটি ডাল রাইসিনা। এই ডাল রাঁধতে সময় লাগে ৪৮ ঘণ্টা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here