নড়াইলে ঈদকে সামনে রেখে সাবধানতা অবলম্বনের জন্য মাইকিং প্রচারণা করছে পুলিশ

0
187
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে মানুষকে বেশি বেশি সাবধানতা অবলম্বন করার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চলছে। সোমবার (০৩ জুন) সকালে নড়াইল শহরের প্রধান প্রধান এলাকায় গিয়ে এ মাইকিং প্রচারণা শোনা যায়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর উদ্যোগে এ মাইকিং প্রচারণা চলছে বলে জানা গেছে। মাইকিং প্রচারণায় বলা হচ্ছে ঈদের সময় প্রতারক ও ছিনতাইকারী চক্র খুবই সক্রিয় হয়ে থাকে। সেই সাথে যোগ হয় মলম পার্টি। এরা সাধারণ মানুষের ছদ্মবেশে বাসের যাত্রী ও পথচারীদের সাথে মিশে গিয়ে আলাপচারিতার এক ফাকে তাদের স্বার্থ হাসিল করে থাকে। কাজেই এ সময় জনগণকে আরো বেশি সচেতন থাকতে হবে। অপরিচিত লোকের থেকে দূরে থাকা এবং তাদের প্রস্তাব করা কোনো খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ খাবারের মাধ্যমে চেতনানাশক ঔষধ মিশিয়ে প্রতারক চক্র সহজে অন্যকে কাবু করে ফেলে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবির ওসি আশিকুর রহমানসহ ডিবি পুলিশের চৌকশ টিমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিন্দ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বুলু দাস, জাহাঙ্গীর শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে আমরা নড়াইল জেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কোনোকিছু করা সম্ভব নয়, যদি না মানুষ সচেতন থাকে। এ কারণে আমরা বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারণামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করছি। এতে করে জনসাধারণ সাবধানতার সাথে চলাচল করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here