কলাপাড়ায় চার হাজার পরিবার আজ ঈদ উদযাপন করবেন 

0
234
728×90 Banner

মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ার প্রায় চার হাজার পরিবার আজ মঙ্গলবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করে থাকেন।
উপজেলার পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী মহল্লায়, মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে, ধানথালী ইউনিয়নের ধানখাল, চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া গ্রামে প্রায় চার হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন। ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল নয় টায় অনুষ্ঠিত হবে বলে অনুসারিরা নিশ্চিত করেছেন। এদের ঈদ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here