নিমসারে কৃষকের বাজার দখল করে ইজারাদার হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

0
246
728×90 Banner

সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা:কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবজী বাজারে কৃষকের উৎপাদিত ফসল বিক্রিয় স্থান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে বাজার ইজারাদার মামুন। আর এই অবৈধ স্থাপনার দোকান বরাদ্ধ দেয়ার নাম করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সে।
এলাকার কৃষক ও বাজারের ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে জানা যায়, ১৪২৬ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ২ কোটি ৭৬ লাখ টাকায় এক বছরের জন্য বাজার ইজারায় নেয় মোঃ মামুনুর রশিদ। সম্প্রতি সময়ে ইজারাদার মামুন প্রশাসনের অনুমতি না নিয়ে নিমসার বাজারে কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির ৫০ শতক ভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ আরাম্ভ করে। এতে করে এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিক ফসল বিক্রির স্থান না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে বসতে শুরু করেছে। এতে করে মহাসড়কে যান চলাচলে অসুবিধাসহ ঘটতে পারে নানাহ দূর্ঘটনা। বাজারে সবজি নিয়ে আগত এলাকার কৃষক জমির উদ্দিন, আবুল কাশেম, মফিজুল ইসলামসহ অন্তত ১৫ জন কৃষক জানান, আমরা বাপ-দাদার আমল থেকে ওই স্থানে আমাদের উৎপাদিত ফসল বিক্রয় করে আসছি। সম্পতি সময়ে ইজারাদার মামুন ওই স্থানে স্থাপনা নির্মাণ করার ফলে আমরা রাস্তার পাশে বসে সবজি বিক্রয় করছি।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, কৃষকের বাজারে ইতিমধ্যে প্রায় শতাধিক দোকানের নির্মান শেষ হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই দোকান বরাদ্ধ দেয়া হচ্ছে স্থানীয় কাচা সবজি ব্যবসায়ীদের। স্থানীয় এক ব্যবসায়ী জানান, ৪ লাখ টাকা চুক্তিতে একটি দোকানের পজিশেন বরাদ্ধ নিয়েছেন সে। তাছাড়া মোছেন আওলিয়া বাণিজ্যালয়ের মালিক আবুল বাসার, কুমিল্লা বাণিজ্যালয়ের মালিক হাবিুর রহমান, স্থানীয় ব্যবসায়ী নাসির মেম্বার, আবুল কাশেম, আবাদ মিয়াসহ ২৫/৩০জন ব্যবসায়ী ৪ লাখ টাকা চুক্তিতে ইজারাদার মামুনের নিকট থেকে দোকান বরাদ্ধ নিয়েছে। এ ভাবে শতাধিক দোকান বরাদ্ধ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার মামুন।
এ বিষয়ে নিমসার কাঁচা বাজার সমিতির সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাজী মোঃ কবির হোসেন জানান, বছরের পর বছর ধরে এটা কৃষকের বাজার হিসেবে ছিল। এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে ওই স্থাণে বিক্রয় করতো। বর্তমান ইজারাদার মামুন ওই স্থানে স্থাপনা নির্মাণ করার ফলে স্থানীয় কৃষকরা বিপাকে পড়েছে। তাঁদের উৎপাদিত সবজি বিক্রয় করার স্থান না থাকলে তাঁদের সবজি নষ্ট হয়ে যাবে। আমরা কৃষকের বাজারটির মধ্যে নির্মিত স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রশাসনে কাজে দাবী জানাই।
বাজার ইজারাদার মামুনুর রশিদ জানান, আমি সরকার এবং জনগনের কল্যাণের জন্য এই স্থাপনা নির্মাণ করছি। আমি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে নিজের টাকা খরচ করে ব্যবসায়ীদের জন্য দোকান নির্মাণ করছি, কারো কাছ থেকে টাকা নিচ্ছি না।
কৃষকের বাজারে অবৈধ স্থাপনা নির্মানের বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান জানান, সরকারী খাস বাজারে স্থাপনা নির্মান করার অধিকার শুধুমাত্র প্রশাসনের। ইজারাদার শুধু টোল আদায়ের কাজ করবে, কোন প্রকার স্থাপনা নির্মান ও দোকান বরাদ্ধের অধিকার রাখেনা। এ বিষয়ে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here