
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৃষ্টির কারণে ঈদের দিন ফাঁকা থাকলেও পরদিন অনুক‚ল পরিবেশে বিপুল দর্শনার্থী এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন কয়েকশ দর্শনার্থীর সমাগম হলেও দ্বিতীয় দিন অন্তত ২০ হাজার দর্শনার্থী এসেছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীর বেশি ভিড় ছিল কোর সাফারি পার্কে। পার্কের মূল আকর্ষণ ছিল কোর সাফারি পার্ক। এখানে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে। এসব প্রাণী দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত মিনিবাসে চড়ে যেতে হয়; যার কারণে এ অংশ দেখতে সৃষ্টি হয় দর্শনার্থীদের লম্বা লাইন।
প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে লাইনে এক হাজারেরও বেশি দর্শণার্থীকে অপেক্ষা করতে দেখা গেছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, ঈদের দিন কয়েকশ দর্শনার্থী হয়েছিল। গত বৃহস্পতিবার পার্কে আনুমানিক ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। দর্শনার্থীদের কোর সাফারি পার্ক দেখার জন্য এখন আটটি মিনিবাস রয়েছে। প্রতিটি মিনিবাসে গড়ে ৩০ জন যাত্রী যেতে পারেন। আর বাসে কোর সাফারি দেখতে প্রায় ২৫-৩০ মিনিট সময় লাগে। তবে ঈদে অতিরিক্ত দর্শনার্থীদের কথা বিবেচনা করে কোর সাফারি পার্কে গত বৃহস্পতিবার একই রকম আরও দুইটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পার্কে কর্মরত এক কর্মকর্তা জানান, কোর সাফারি পার্ক দেখতে হয় পার্কের নির্ধারিত বাসে করে। এখানে গাড়ির আসন অনুযায়ী, দর্শনার্থীরা সুযোগ পান। ফলে লোক সমাগম বেশি হলে দর্শনার্থীদের অপেক্ষা করতে হয়। “অপরিচিত গাড়ি ভেতরে গেলে বাঘ-সিংহ আক্রমণ করে থাকে। বাইরের ব্যক্তিগত গাড়ি কোর সাফারি পার্কে প্রবেশ করতে দেওয়া হয় না। এ ছাড়া বাইরের গাড়ি পার্কে জীবাণু বহন করে আনতে পারে; এ কারণেও কারো গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হয় না।” পার্ক কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি পাঁচটি অংশে বিভক্ত। কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়ান সাফারি পার্ক ও বঙ্গবন্ধু স্কয়ার। ছুটির বিশেষ দিনগুলো ছাড়া এ পার্কে স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে ৪-৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। পার্কের কোর সাফারি অংশে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ, বিস্ট ছাড়াও পার্কে আরও রয়েছে ময়ূর, ধনেশ, ক্রাউনড ফিজেন্টসহ দেশি-বিদেশি নানা জাতের পাখির পাখিশালা, প্রজাপতি কর্নার, কচ্ছপ প্রজনন কেন্দ্র, মেরিন একুরিয়াম, ইমু গার্ডেন, ময়ূর/মেকাউ ওপেন ল্যান্ড, লেকজোন ও কুমির পার্ক।
শেরপুরের শ্রীবর্দী থেকে আবুল কাসেম, সুরুজ শিকদার ও কামাল হোসেন তিনবন্ধু গত বৃহস্পতিবার সাফারি পার্ক দেখতে এসেছেন। কোর সাফারি পার্কের গেটে তাদের সঙ্গে কথা হয়। তারা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সাফারি পার্কে পৌঁছেন। এবারই তারা প্রথম এসেছেন এখানে। প্রথমে তারা কোর সাফারি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে যান। প্রায় এক ঘণ্টা পর ভেতরে ঢোকার সুযোগ মেলে। বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা ইত্যাদি দেখতে পেয়ে তারা বেজায় খুশি।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাতার্দী এলাকার হারুন মিয়া এসেছেন স্ত্রী, ভাই-ভাবি এবং তাদের দুই সন্তান নিয়ে।
তিনি জানান, দুপুর ১২টার দিকে সাফারি পার্কে এসে পৌঁছান। এসেই দেখেন কোর সাফারি পার্কের সামনে লম্বা লাইন। পরে পার্কের অন্যান্য অংশ ঘুরে দেখেন। তিনি বলেন, “তখন থেকে বিকাল ৩টা অবধি মাঝেমধ্যে এসে দেখেছি লাইন যেন ছোট হচ্ছে না। পরে পার্কের অন্যান্য অংশ দেখার পর প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কোর সাফারি অংশের ভেতরে ঢুকতে পেরেছি।
সেখানে মুক্ত পরিবেশে বাঘ, ভালুক, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণি বিচরণ করতে দেখতে পেরে আমাদের সব কষ্ট স্বার্থক হয়েছে।”






