
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, আগুনে একটি বাড়ির চারটি ঘর মালপত্রসহ পুড়ে গেছে। উপজেলার পূর্ব সফিপুর এলাকায় ফজলুল হকের বাড়িতে গতকাল বুধবার সকালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল বলেন, রান্না করার সময় সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে গেলে তা মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
