গাবতলীতে যুবকের লাশ উদ্ধার

0
279
728×90 Banner

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ রিং স্লাব ল্যাট্রিনের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাজুর রিং স্লাব ল্যাট্রিনের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল হক সরকারের ছেলে ট্রাক ড্রাইভার একটি কন্যা সন্তানের জনক সুমন মিয়া গত ৯ জুন রাত ৯টায় মোবাইল ফোন পেয়ে সে বাড়ীর বাহিরে যায়। এরপর থেকে সুমন আর বাড়ী ফেরেনি। তার পরিবারের লোকজন সুমনকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ১০ জুন গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে সুমনের বাড়ীর পাশ্ববর্তী বাড়ীর মোসলেম উদ্দিনের ছেলে সাজুর রিং স্লাব ল্যাট্রিনের ভিতর থেকে খুব দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ পেয়ে স্থানীয় গ্রামবাসী সাজুকে বলে তোর রিং স্লাব ল্যাট্রিনের ভিতরটা দেখ ? তখন সাজু ল্যাট্রিনের কাছে গেলে পচা গন্ধ পায়। এরপর ল্যাট্রিনের উপর থেকে ঢাকনা সরাতেই লাশের পা ভেসে উঠে। সংবাদ পেয়ে থানার ওসি সেলিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত লাশ নিয়ে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সেলিম হোসেন বলেন, কে-বা কাহারা সুমনকে হত্যা করে লাশ গুম করতে রিং স্লাব ল্যাট্রিনের ভিতর রাখা হয়েছে। তবে এ হত্যার প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here