
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ” রক্ত দিন জীবন বাঁচান” এই শ্লোগানে রাজধানীতে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় । আমরা রক্ত সন্ধানী (সন্ধানী হিউম্যান ফাউন্ডেশন) এর উদ্যোগে ১৪, জুন শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে পল্টন থেকে সংগঠনের প্রধান নিবার্হী ওয়াহিদুজ্জামান সাগরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি পরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে পথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দিবসটি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
ওয়াহিদুজ্জামান সাগর তার বক্তব্যে বলেন- আর্তমানবতা যারা রক্ত কর্মসূচির মাধ্যমে দুস্থ নিরীহ মানুষের পাশে যে সকল স্বেচ্ছাসেবী রক্ত দান করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নিজের রক্ত দানের পাশাপাশি অন্যকে রক্ত দানে অনুপ্রেরণা দিতে আমাদের এই প্রচেষ্টা, যা সবার তরে মানবতার জন্য আজীবন অব্যাহত থাকবে।
উক্ত র্যালি ও আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে সম্মানিত উপদেষ্টা সোহেল আহমেদ, মতিউর রহমান,থার্মাল সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, অর্থ সম্পাদক তাহসিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, উপ মহিলা বিষয়ক সম্পাদক উপ-সম্পাদক হাসিবুর রহমান, কার্যনির্বাহী সম্পাদক সোহেল আহমেদ সোহান ও মোল্লা এবং সাহিত্য সম্পাদক মোঃ খোরশেদ আলম বিপ্লব, সহ অন্যান্য রক্ত স্বেচ্ছাসেবক গন উপস্থিত ছিলেন এবং তারা উক্ত দিবসের তাৎপর্য সহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন।
সংগঠনের সাহিত্য সম্পাদক খোরশেদ আলম বিপ্লব উপস্থিত সবার উদ্দেশ্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন- যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।
