তুরাগে মাদক মামলার পলাতক গ্রেফতার

0
238
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা-পশ্চিম থানার ৩২৯ কেজি ৩০০ গ্রাম ’’খাত’’ মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শহীদুল আলম মানিক হাওলাদারকে (৫৪)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো-উত্তরের একটি দল।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে তুরাগ থানাধীন বাদালদী কাশেমেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সুত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর, ২০১৮ উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নং সেক্টরের ১নং রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ৩২৯ কেজি ৩০০ গ্রাম ‘খাত’ জাতীয় মাদকদ্রব্য উদ্ধারসহ মোঃ নাজমুল ইসলাম তালুকদার ও মোঃ মাহাবুবুর রহমান পলাশকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ ঘটনায় ঐ দিনই উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ছিলেন শহীদুল আলম মানিক হাওলাদার ।
পিবিআই কর্মকর্তারা আজ জানান, ধৃত আসামী শহীদুল আলম মানিক হাওলাদারের ভাই পলাতক মোঃ কামাল হাওলাদার আফ্রিকায় বসবাস করে। কামাল ইথিওপিয়া হতে আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য খাত তার অপর ভাই পলাতক মোঃ মাহাবুব আলম হাওলাদারের এশা এন্টারপ্রাইজের ঠিকানায় গ্রিনটি চায়ের সাথে প্রেরণ করে। পরে শহীদুল তার ছোট ভাই পলাতক মাহাবুব আলম, পূর্বে গ্রেফতারকৃত নাজমুল ইসলাম তালুকদার, মোঃ মাহাবুবুর রহমান পলাশ এবং পলাতক জিয়া পরস্পর যোগসাজসে উক্ত “ খাত” জাতীয় মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানসহ বিভিন্ন দেশে বিক্রয় করত। এ মামলার পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here