
ডেইলি গাজীপুর প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি’র চাল বিতরণকালে প্রত্যেক উপকারভোগীর নিকট থেকে খরচের নাম করে ৬০ টাকা করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ উঠার পর বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্যে ওই চেয়ারম্যান ট্যাক্স আদায়ের নামে রশিদ কেটে বাড়ী বাড়ী পৌছে দিচ্ছে।এ অনিয়মের ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে একজন ম্যাজিষ্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপজেলার নলকুড়া ইউনিয়নে ৩৫৩জন উপকারভোগী দুঃস্থ মহিলা রয়েছে। এসব নারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাওয়ার কথা। সে অনুযায়ী আজ ১৭ জুন সোমবার ভিজিডি’র ৩ মাসের ৯০ কেজি করে চাল বিতরণ চলছিল। এসময় উপকারভোগীদের নিকট থেকে ৬০ টাকা করে টাকা আদায় করা হয়। বিষয়টি গণমাধ্য কর্মীদের পর্যন্ত গড়ালে এর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ইউনিয়নের ভালুকা গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী খোদেজা খাতুন জানান, ৩০ কেজি করে মোট ৩ বস্তা চাল আনতে গেলে তার কাছ থেকে চেয়ারম্যান ৬০ টাকা নিয়েছেন। অপর উপকারভোগী আশরাফ আলীর স্ত্রী রোজিনা খাতুন জানান, আমি প্রথমে ৫০ টাকা দিয়েছিলাম। এতে চাল দেয়নি। পরে হাওলাদ করে আরও ১০ টাকা দেওয়ার পর আমাকে চাল দেওয়া হয়। তিনি আরও বলেন, গত কিস্তিতেও ৩ মাসের চাল দেওয়ার সময় একইভাবে ৬০ টাকা নেওয়া হয়েছিল।
নলকুড়া ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। ওই ইউনিয়নর চেয়ারম্যান চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ভিজিডির চাল বিতরণে প্রত্যেক উপকারভোগীর নিকট থেকে খরচ বাবদ ৬০ টাকা হারে আদায় করা হয়।এ সম্পর্কিত সংবাদ একাধিক অনলাইনসহ বিভিন্ন পএিকায় প্রকাশের পর ১৯ জুন ইউএনও রুবেল মাহমুদ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৭ জুন উপজেলা নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ৩৫৩ জন দুঃস্থ্ ও হতদরিদ্র নারীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি ( তিন মাসের ৯০ কেজি) এর ৩ বস্তা করে চাল বিতরণ করেন। এসময় ওই উপকারভোগীদের কাছ থেকে ৬০ টাকা হারে সেলামী আদায় করা হয়।এ ব্যাপারে চাল বিতরণের দায়িত্ব থাকা ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা বেগম বলেন,টাকা নেওয়ার কথা শুনেছি। তবে আমার সামনে হয়নি বা আমি দেখিনি।অভিযোগের সত্যতা জানতে ইউপি চেয়ারম্যান আইয়ুব আল ফর্সাকে প্শ্ন করা হলে তিনি বলেন,খরচ বাবদ ৩০ টাকা করে আদায় করা হয়েছে । এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। এ কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন আকারে পরবর্তী করণীয় সর্ম্পকে সুপারিশ সহকারে প্রদানের জন্য নির্দেশ দেন ইউএনও রুবেল মাহমুদ।এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রুবেল মাহমুদ বলেন, ভিজিডি চাল বিতরণে টাকা নেওয়ার নিয়ম নেই। কিন্তু ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সার বিরুদ্ধে ৬০টাকা গ্রহণ করার অভিযোগ নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ দেখে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তার কাছে কিছু ভিডিও ফুটেজও এসেছে বলে তিনি জানান। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে,টাকা আদায়ের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে ওই ইউপি চেয়ারম্যান তার লোকজন দিয়ে উপকারভোগীদের বাড়ী বাড়ী গিয়ে ৩০ টাকার ট্যাক্সের রশিদ কেটে পৌছে দিচ্ছেন। যা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাত্র।ইতিমধ্যেই টাকা নেওয়ার বিষয়টির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব সাংবাদিকদের বলেন, চাল বিতরণের সময় টাকা আদায়ের কোন নিয়ম নেই।
