খবরের শিরোনামে ভারতের জনপ্রিয় নারী র‌্যাপার হার্ড কৌর

0
231
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: অনেক দিন পর ফের খবরের শিরোনামে ভারতের জনপ্রিয় নারী র‌্যাপার হার্ড কৌর। তবে নেতিবাচক কারণে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। ওই পোস্টে আরএসএস প্রধান মোহন ভাগবতের নামও উল্লেখ করেন। তারপরই অভিযোগ দায়ের হার্ড কৌরের বিরুদ্ধে। একেবারে দেশদ্রোহীতার মামলা ঠুকে দেয়া হয়েছে তার বিরুদ্ধে। সোমবার ৩৯ বছর বয়সী র‌্যাপার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই পোস্টে যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতকে নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল। যা যোগীর এক অনুগামীর পছন্দ হয়নি।
বুধবার হার্ড কৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শশাঙ্ক শেখর। যিনি পেশায় একজন আইনজীবী। অভিযোগটি সাইবার থানায় পাঠানো হয়েছে। হার্ড কৌরের বিরুদ্ধে ভারতীয় দÐবিধির ১২৪এ, ১৫৩এ, ৫০০ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১২৪এ হল দেশদ্রোহিতা ধারা। এছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরির চেষ্টা এবং মানহানির মামলা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইটি অ্যাক্টের ৬৬ ধারাও যুক্ত করা হয়েছে। হার্ড কৌরের ভারতে জন্ম হলেও পরে তিনি লন্ডন চলে যান। পরে কাজের সূত্রে ভারতে ফিরে আসেন। তার গান ‘গø্যাসি’ এবং ‘মুভ ইউর বডি’ একসময় লোকের মুখে মুখে ঘুরত। বলিউড ছবিতে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অনেক পুরস্কারও তিনি পেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here