টঙ্গীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, গ্রেফতার ১

0
463
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর ব্যাংক পাড়া মহিলা মাদরাসা এলাকায় এক গৃহবধূকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে ইমরান নামে এক হোটেল শ্রমিক। এ ঘটনা জানাজানি করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি। পরবর্তীতে এ ঘটনায় ইমরানকে গ্রেফতার করে র‌্যাব।
শনিবার সকালে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম এসব কথা জানান।
সারওয়ার-বিন-কাশেম জানান, গত ১১ জুন টঙ্গীর ব্যাংক পাড়া মহিলা মাদ্রাসার পাশের বাসায় ওই গৃহবধূকে একা পেয়ে ইমরান ধর্ষণ করে। এ সময় ওই নারী বাধা দেয়ায় তাকে মারধরও করে ইমরান। ধর্ষণের পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার স্বামী ও এলাকাবাসীকে জানালে ধর্ষক ইমরানের পরিবার বিষয়টি মীমাংসা করতে তৎপরতা শুরু করে।
তিনি জানান, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষকের পরিবার ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল।কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় ইমরান কৌশলে পালিয়ে যান।
র‌্যাব বলছে, ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় গত ২১ জুন রাতে র‌্যাব-১ অভিযান চালিয়ে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মো. ইমরান খানকে গ্রেফতার করে।
আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব আরো জানায়, ইমরান ২০০৫ সালে এসএসসি পাস করার পর থেকে তার চাচার রেস্টুরেন্টে কাজ করেন। তিনি এরআগেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ভিকটিমকে কু-প্রস্তাব দিয়েছিল। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে গত ১১ জুন ভিকটিমকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি, নারী শ্লীলতাহানিসহ অনেক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here