নায়িকাকে প্রযোজকের ইঙ্গিতপূর্ণ ম্যাসেজ!

0
242
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: মাত্র চার বছর হলো ভারতের মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছেন তিনি। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী গায়ত্রী সুরেশ। আর কিছুদিন পরে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ‘চিলড্রেনস পার্ক’।
স¤প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ (সিনেমায় কাজের বিনিময়ে যৌনসুবিধার চেষ্টা) নিয়ে মুখ খুললেন গায়ত্রী। নিজের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা জানালেন।
গায়ত্রী বললেন, সিনেমা পাওয়ার বিনিময়ে কয়েকজন প্রযোজক তাঁকে আপোশ করতে বলেছিলেন। গায়ত্রীর ভাষায়, ‘এমন খুদেবার্তাও পেয়েছি, তুমি রেডি তো…? এবং ওসব বার্তার কোনো উত্তর দিইনি। আলাপ ওখানেই শেষ করেছি। কখনো উত্তরও দিইনি।’
গায়ত্রীর পাশেই ছিলেন তাঁর সহ-অভিনেতা ধ্রæব। তিনি বলেন, ওই ধরনের বার্তার সমুচিত জবাব দেওয়া উচিত নারীদের। সঞ্চালক গায়ত্রীকে জিজ্ঞেস করেন, কেন তিনি জবাব দেননি। উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘ওইসব মানুষকে এড়িয়ে যাওয়া বা উত্তর না দেওয়াই সর্বোত্তম জবাব। অপরাধীরা ঠিকই টের পাবে।’মালয়ালাম অভিনেত্রীদের মধ্যে গায়ত্রী সুরেশই প্রথম নন, যিনি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। এর আগে অভিনেত্রী পার্বতীও নিজের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
এক সাক্ষাৎকারে পার্বতী বলেছিলেন, মালয়ালাম ইন্ডাস্ট্রিতে অবশ্যই কাস্টিং কাউচ আছে। অন্য ইন্ডাস্ট্রিতেও রয়েছে। আর সেটাই বাস্তবতা। তবে তিনি জানান, তামিল, কন্নড় বা হিন্দি অঙ্গনে কাজ করলেও কোনো অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়নি তাঁকে, শুধু মালয়ালাম ইন্ডাস্ট্রিতেই তিনি এর শিকার হয়েছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here