টঙ্গীর ফকির মার্কেটে ফিউচার ম্যাপ স্কুলের ছাত্র খুন

0
1252
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকায় ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণির ছাত্র শুভ আহম্মেদ (১৫) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় স্কুলছাত্র শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে, এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
জানাযায় নিহত শুভ আহম্মেদ গাজীপুর মহানগরী টঙ্গীস্থ ফিউচার ম্যাপ স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞার বিভাগের ছাত্র। শুভ গতকাল রোববার রাতে স্কুলের পাশে সেলুনে চুল কাটাতে যায়,বাসায় ফেরার সময় কথা আছে বলে সেখান থেকে তাকে ফোনে ডেকে নেয় কয়েকজন তরুণ। একটু দূরে স্কুলের পাশে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একটি নির্ভরযোগ্য সূত্রে জানাযায়,প্রেম সংক্রান্ত ঘটনার জেরে তাকে হত্যা করা হয়। গত শনিবার ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র- ছাত্রীদের একটি পিকনিক ( শিক্ষা সফর) ছিল, সেখানে কয়েকজন সহপাঠির সাথে শুভর এবিষয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের জের ধরেই রবিবার রাতে শুভকে ছুরিকাঘাত করে।ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, গত রমজানের আগে পাগার স্কুল এন্ড কলেজ থেকে সানি শুভসহ তার আরো ২ বন্ধু ফিউচার ম্যাপ স্কুলে ভর্তি হয়েছে। শনিবার তিনি শিক্ষার্থীদের শিক্ষা সফরে ছিলেন সেখানে কোন ধরনের তর্কবিতর্ক লক্ষ্য করেননি। প্রেমের জের ধরেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে অনেকে সন্দেহ করছেন।

শুভর বাবা রাজু মিয়া ও মা বেগম রাজু ছেলে হত্যার শোকে বিলাপ করতে করতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তারা ।পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে। শুভর বাবা রাজু গার্মেন্টস কর্মী, তিনি ছেলে সন্তান নিয়ে পাগার ঈদগাঁ রোডস্থ রিয়াজ মিয়ার বাড়ীতে বাড়া থাকে, তাদের গ্রামের বাড়ী টাঙ্গাইলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন জানান, রবিবার রাত ৯টার দিকে বাবার নিকট থেকে টাকা নিয়ে মাথার চুল কাটার জন্য শুভ বাইরে যায়। রাত ২টার দিকে নিহতের মা ফোন করলে থানা পুলিশ ফোন ধরে তার মৃত্যুর খবর দেয়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা কি কারণে স্কুলছাত্র শুভকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের স্বজনরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here