গাবতলীতে মারপিটে আহত দুলাল মারা গেছে

0
266
728×90 Banner

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে দুলাল প্রাং (৪৬) গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে আজ শনিবার সকাল পৌনে ১০টায় মারা গেছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৮থেকে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাঘাটিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ মহিলা’সহ ৩জন কে গ্রেফতার করেছে।
জানা গেছে, ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মিনহাজুল ইসলাম (৪৫) সাথে ঘোন সাঘাটিয়া নয়াপাড়া গ্রামের খাজা মিয়া পুত্র জাকিরুল ইসলাম (২৩) তুচ্ছ ঘটনায় গত রমজান মাসে কলহ ঝগড়া বিবাদ হয়। এর জেরধরে গত শুক্রবার সন্ধ্যায় আবারও মিনহাজুল ও জাকিরুলের মধ্যে ঝগড়া ও মারপিট হয়। এসময় জাকিরুল তাঁর দলবল নিয়ে ঘোন সাঘাটিয়া গ্রামের আমজাদের পুত্র রকি (৩০) কে উঠে নিয়ে যায়। তারপর রকি পিতা আমজাদ, রকি চাচা দুলাল, তার স্ত্রী ইউপি সদস্য নাজমা’সহ ৭থেকে ৮জন রকি’কে উদ্ধার করা জন্য সাঘাটিয়া নয়াপাড়া গ্রামে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে দুলাল (৪৬), কাজল (৩৫), আমজাদ (৫২) ও রনি (২২) গুরুত্বর আহত হয়ে বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি হয়। এদের মধ্যে দুলাল শনিবার সকাল পৌনে ১০টায় মারা মারা যায়। এ ঘটনায় পুলিশ ঘোন সাঘাটিয়া নয়াপাড়া গ্রামের রেশমা বেগম (২৫) ও নাজমা বেগম (৪০)কে গ্রেফতার করেছে। এ রিপোট লেখা পর্যন্ত গাবতলী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here