সড়কে চলন্ত বাসের ধাক্কায় গরু নিহত

0
295
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা রানীশংকৈল হইতে মীরডাঙ্গী মহসড়কে খুটিয়াটলি নামক স্থানে একটি গাভীন গরুকে ওমলেন্ডন পরিবহনের একটি বাস চাপা দিয়ে মেরে ফেলেছে।
জানাযায়, রানীশংকৈল উপজেলার বনগাঁও খুটিয়াটলি গ্রামের ভেন চালক করিমুলের ছেলে মাঠ থেকে দুইটি গরু নিয়ে বাসায় যাবার পথে হঠাৎ রানীশংকৈল থেকে আসা একটি মিনিবাস খুব দ্রুত গতিতে এসে সড়কের পশ্চিম পাশে গরু দুইটিসহ রাখাল বালক কে ধাক্কা দিলে ঘটনাস্থলে একটি গরু মারা যায় এবং রাখাল বালকটি ও একট‌ি গরু প্রাণে বেচে যায়।
জানা গেছে, ওমেন্ডল পরিবহনের মালিক মিন্টু মিয়ার আরও একটি মিনিবাস নিশাত পরিবহনসহ দুইটি বাস আটক করে এলাকার লোকজন ঐ রোডে ঘন্টাব্যাপী সড়কে যান বাহান চলাচল বন্ধ রাখে। ওমেলেন্ড পরিবহন বাস টি পালিয়ে গেলে ঐ মালিকের নিশাত পরিবহন বগুড়া -জ-১১-০০৫৫ নম্বরের
বাসটি আটকে রাখে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে সড়কে যান চলাচল নিয়ন্ত্রনে আনেন।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা নিশ্চিত করে বলেন, সড়কে বাসের ধাক্কায় একটি গরু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম সেখানে গিয়েছে এস আই আহসান হাবিবের এর নেতিত্ত্বে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here