
ডেইলি গাজীপুর প্রতিবেদক: র্যাবের অভিযানে বরিশাল থেকে চাঞ্চল্যকর সুরভী-৮ লঞ্চ যাত্রী গার্মেন্টসকর্মী আখি @ শারমিন হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়,মোঃ সুমন(৩২), পিতা- মোঃ মানিক সিপাহী, সাং- নকবুল্লা সিপাহীবাড়ী, থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর পেশায় একজন ফল ব্যবসায়ী। সে ঢাকা সদরঘাট ১নং গেইট এর সামনে ৭-৮ বছর যাবৎ ফলের ব্যবসা করে আসছে। সে বিবাহিত এবং এক পুত্র সন্তান আছে। মোঃ সুমন দীর্ঘ দিন ধরে আখি@মোসাঃ শারমিন এর সাথে মোবাইলে কথা বলে আসছিল। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আখি@মোসাঃ শারমিন একজন গার্মেন্টস কর্মী, সে বিবাহিত এবং এক কন্যা সন্তান আছে।
পূর্ব কথোপথোন অনুযায়ী গত ১৯ জুলাই ২০১৯ তারিখে মোঃ সুমন সন্ধ্যা ৭টায় ঢাকা সদরঘাট লঞ্চঘাটে আসে এবং সুরভী-৮ লঞ্চে স্টাফ কেবিনে টিকিট কাটে। তার সঙ্গে আখি@মোসাঃ শারমিন ও একই কেবিনে ওঠে। আনুমানিক রাত ১১টার দিকে সে আখি@শারমিনকে কুপ্রস্তাব দেয় এবং আখি@শারমিন তার বিবাহ বহিভূত কুপ্রস্তাবে রাজি না হওয়াই সে তার সাথে ধস্তাধস্তি করতে থাকে এবং তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যা নিশ্চিত হওয়ার পর সুমন সারারাত কেবিনে অবস্থান করে এবং লঞ্চ ঘাটে পৌছালে সু কৌশালে পালিয়ে যায়। উল্লেখ্য সম্পর্ক স্থাপনের পূর্বে দু-জনেই তাদের বিবাহ সম্পর্কিত তথ্যাদি পরস্পরের নিকট গোপন করে। র্যাব-৮, বরিশালের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমাসী মোঃ সুমন(৩২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকা হতে গতকাল রাত সাড়ে ৮টায় আসামী মোঃ সুমন(৩২)কে গ্রেফতার করে। রাতভর তাকে ব্যাপক জিঞ্জাসাবাদ করার পরে সে উক্ত হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম (১) মোঃ সুমন(৩২), পিতা- মোঃ মানিক সিপাহী, সাং- নকবুল্লা সিপাহীবাড়ী, থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতে র্যাব এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






