
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা লিফট মেকানিক ও গ্যারেজ কর্মচারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাগর (২৪) ও মো: রায়হান (৩০)
শুক্রবার দুপুরে উত্তরা ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসি ও নিহতের সহকর্মী মাসুদ হোসেন আজ জানান, আজ শুক্রবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের, ২/ই রোডের ৪ নম্বর বাড়িতে লিফটের মেরামত কাজ করছিলেন লিফট মেকানিক মো: সাগর সহ দু’জন। সাগর লিফটের ওপরে বসে কাজ করার সময় হঠাৎ লিফট ওপরে উঠে গেলে তিনি ওপরের দিকে চাপা পড়েন। পরে ওই বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানার ওসিকে জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় গাড়ি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও রায়হানের সহকর্মী মো. রুমন জানান, তারা হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে থেকে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করতেন। আজ বেলা ১১টার দিকে রায়হান একটি গাড়ি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়হানের বাড়ি মাদারীপুর জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, নিহত রায়হানের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পৃথক দু’টি দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।






