ছেলে ধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

0
201
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ছেলে ধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে পথসভা ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় নড়াইলের মাদ্রাসা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসন, নড়াইল জেলা পুলিশ, টিম তারুন্য-১০০ ও নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল পিডাবিøউডি নির্বাহী প্রকৌশলী, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পথসভা শেষে নড়াইল মাদ্রাসা বাজার সংলগ্ন এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ছেলে ধরা গুজব, দুর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নির্মাণাধীন পদ্মা সেতুতে মাথার প্রয়োজন এটিই শুধুমাত্র গুজব। একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। কারণ ব্রিজ তৈরিতে কখনোই মানুষের মাথার প্রয়োজন পড়ে না। এটি শুধুমাত্র গুজব ছাড়া আর কিছুই নয়। কাজেই এ ধরনের গুজব থেকে সকলকে দূরে থাকার উদাত্ত আহŸানও জানান তিনি। এছাড়াও কারো ডেঙ্গু হলেও ভয় পাওয়ার কিছু নেই। কারণ সঠিক চিকিৎসায় ডেঙ্গুর হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জেলা প্রশাসন ইতোমধ্যে মশক নিধনে কাজ শুরু করেছে বলেও তিনি জানান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নড়াইল জেলা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ফেসবুকে গুজব সৃষ্টিকারী এক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। কোথাও কোনো সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে তাকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন। কারণ গণপিটুনি প্রদানকারীদেরও বর্তমানে আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল পৌরসভা যৌথভাবে কাজ করছে। অচিরেই ডেঙ্গু সংক্রান্ত সমস্যা দূরীভ‚ত হবে বলেও তিনি মত প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here