মান্দায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

0
287
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গুম, খুন, ধর্ষণ ও লুটপাটে ছেয়ে গেছে দেশ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সবখানেই চলছে দলীয় নেতাকর্মিদের একচ্ছত্র আধিপত্য। বিনাদোষে কারাগারে আটক রাখা হয়েছে আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অবিলম্বে বিএনপিনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু এলাকায় আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থানে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ইতোমধ্যে দেশের অন্তত: ৫০টি জেলায় এ রোগ ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন, ডাক্তারসহ মারা গেছে অনেক মানুষ। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি মেয়র টালবাহানা করছে। ডেঙ্গুর ভয়াবহতায় দেশের মানুষ চরম আতঙ্কে রয়েছে। এরপরও সরকারের মন্ত্রী-এমপিদের এখনও টনক নড়েনি। দেশের শীর্ষ সন্ত্রাসীরা জামিনে এসে আবারও অপরাধ কর্ম সংঘটিত করছে। কারণ তাদের মাথার ওপরে রয়েছে রাজনীতির শক্ত ছায়া।
মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সামসুল আলম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, সহত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন, রাজশাহীর সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নওগাঁ জেলা কমিটির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, জেলার সাবেক সভাপতি নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির আহমেদ ও অ্যাড. রফিকুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিকুল আলম রানা, মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার প্রমুখ।
শেষে মান্দা উপজেলার কশব, বিষ্ণুপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের বানভাসি এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here