মিরপুরের হোটেল মালিক হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই

0
355
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর মিরপুর-১ বিশিল এলাকার নিউ শাহজালাল আবাসিক হোটেলের মালিক রফিকুল ইসলাম (৪০) হত্যার ম‚ল হোতা আনোয়ার হোসেন (২২)কে প্রায় সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করেছে পিবিআই । পিবি আই সূত্রে জানা যায় ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দিনগত রাত সোয়া ১২টার দিকে হোটেলের ব্যবস্থাপক শাহ আলমের কাছ থেকে হিসেব বুঝে নিয়ে হোটেল থেকে বাসার উদ্দেশে বের হন হোটেল মালিক রফিকুল ইসলাম। পরে ৩ফেব্রুয়ারি ভোর সাড়ে ছয়টার দিকে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারের দারুস সালাম রোড জামে মসজিদের সামনের ফুটপাতে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন রফিকুল ইসলামের ছোট ভাই সাঈদ হোসেন । এ হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে বেরিয়ে আসে বেরিয়ে আসে আনোয়ার হোসেনের নাম । ঘটনার পর থেকে প্রায় সাড়ে তিন বছর পলাতক ছিলেন আনোয়ার হোসেন । অবশেষ ( ২৯ সে জুলাই ) সোমবার দিন গত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকা হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রোর (উত্তরের) একটি দল তাঁকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন শীর্ষ সন্ত্রাসী শাহাদত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। তিনি সবুজ ওরফে ‘শুটার সবুজ’ নামেও পরিচিত। মামলার পর এই হত্যাকাÐে জড়িত থাকার অভিযোগে সোহেল ওরফে শুটার সোহেল (৩৫) ও শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জা (৩৪) নামে অপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রফিকুল হত্যার ম‚ল পরিকল্পনাকারী ও হত্যাকারী হিসেবে আবদুর রহিম ও আনোয়ার হোসেন পলাশ নামে দুজনের পরিচয় জানতে পারে। তবে রহিম ও আনোয়ারকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় ডিবি। ওই অবস্থায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় । এতে প্রধান আসামি গ্রেপ্তার ও ঘটনার ম‚ল কারণ উদ্ঘাটন না হওয়ায় আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী সাঈদ হোসেন। এ কারণে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পরবর্তী মামলাটির তদন্তের দায়িত্ব পান পিবিআইর ঢাকা মেট্রোর (উত্তর) পরিদর্শক মো. জুয়েল মিঞার । তিনি তার দক্ষতা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ম‚ল আসামী আনোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করেন । পিবিআইর পরিদর্শক মো. জুয়েল মিয়া বলেন, আনোয়ার হোসেন তাঁর সহযোগী শুটার সোহেল, শেখ মৃদুল, আবদুর রহিমের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী শাহাদতের নাম করে নিউ শাহজালাল আবাসিক হোটেল থেকে নিয়মিত চাঁদা নিতেন। পরে তিনি রফিকুল ইসলামের কাছে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিতে চাইলে রফিকুলকে হত্যার পরিকল্পনা করেন আনোয়ার। আনোয়ার হোসেন নিজেই রফিকুলকে গুলি করেন বলে জানান পিবিআই পরিদর্শক মো. জুয়েল মিয়া। তিনি বলেন, চাঁদা না পেয়ে রফিকুলকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে হুমকি দিতেন আনোয়ার। পরে আনোয়ার তাঁর সহযোগী শুটার সোহেল, শেখ মৃদুল, রহিমসহ কয়েকজনকে নিয়ে রফিকুলকে হত্যা করা হয় । হত্যার পর আত্মগোপনে চলে যান আনোয়ার। জানা গেছে, রফিকুলের বুকের বাঁ পাশে তিনটি গুলি করা হয়। তাঁর মরদেহের পাশে তিন লাখ ছয় হাজার টাকার রক্ত মাখা একটি ব্যাংক চেকের তিনটি টুকরো পাওয়া গিয়েছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here