এবারের ঈদ যাত্রায় যানজটের কোন তথ্য নেই, আছে শুধু ধীরগতি —সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

0
353
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার কাছে ঈদের আগে এখন পর্যন্ত সড়ক ও মহাসড়কে যানজটের কোনো তথ্য নেই। রাস্তায় আছে শুধু কিছুটা ধীরগতি। এ কারণে সময়মতো গাড়ি পৌঁছাতে পারছে না। যাত্রীরা টার্মিনালে বসে কষ্ট পাচ্ছেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ঈদযাত্রার দুর্ভোগকে দুর্ভোগ হিসেবে মনে করে না। এটা তারা ঈদ আনন্দের অংশ হিসেবে মনে করে। তবে, কিছুটা দুর্ভোগ যে নেই সেটা অস্বীকার করার উপায় নেই।
তিনি শনিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনাল ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনাল পরিদর্শনকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, পরিবহন শ্রমিকনেতা মো: এনায়েত উল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঈদের আনন্দে মানুষ ডেঙ্গু ভুলে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদের আনন্দে মানুষ ডেঙ্গু জ্বরের কথা ভুলে গেছে। এবার আমি টার্মিনাল গুলোতে মানুষের চাপ বেশি দেখছি। বাঙালি জাতি ভয় করে না, তারা ভয়কে জয় করতে জানে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পেসিফিক রাস্তায় কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে সমস্যা ছিল, একদিকে ফোর লেনের রাস্তা থেকে উঠে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো; আবার আরেক দিকে ৮ লেনের রাস্তা থেকে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো। যার কারণে যানজট লেগেই থাকত। সে সমস্যাটা এখন আর নেই।
উত্তর জনপদের দিকে যে সমস্যাটা সেটা রাস্তা নয়, সমস্যাটা হচ্ছে ঢাকা এলেঙ্গা মহাসড়ক থেকে চার লেনের রাস্তার গাড়ি গুলো যখন টু লেনে ওঠে। তখনই সমস্যাটা সৃষ্টি হয়।
ঈদের আগে রাস্তায় কোনো সমস্যা নেই দাবি করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেহাল সড়কের কারণে কোথাও যানজট হয়েছে, এমন তথ্য আমার কাছে নাই।
তিনি আরও বলেন, পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। তার কারণে যে গাড়ি গুলো আটকে ছিল সে প্রেসারটাও ওই রাস্তার উপর দিয়ে গেছে।
সড়ক পরিবগন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তায় কিছুটা দুর্ভোগ যে একেবাওে নেই সেটা অস্বীকার করার উপায় নেই। এ সময় আগের দুই দিনের তুলনায় ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক বলে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কোরবানি ঈদ না চাইলেও পশুবাহী গাড়ির জন্য রাস্তা ধীর গতির হয়ে যায়। ধীরগতির জন্য গাড়ি গুলো আসতে দেরি হচ্ছে। এজন্য টার্মিনালে অনেক যাত্রী বসে কষ্ট পাচ্ছে।
আজ রাস্তায় কোনো দুর্ভোগ নেই দাবি করে মন্ত্রী বলেন, আজকে রাস্তার কোথাও দুর্ভোগ আছে এমন কোনো ইনফরমেশন আমি কোথাও থেকে পাইনি। টাঙ্গাইলের রাস্তায় ধীরগতি আছে, কিন্তু যানজটের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যঅযনি। ঢাকা-চট্টগ্রাম ঢাকা-সিলেট মহাসড়কে কোন যানজট নেই। এলেঙ্গা টাঙ্গাইল কিছুটা ধীর গতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে, সড়কের বেহাল দশার জন্য কোথাও যানজট হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here