টঙ্গীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

0
408
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী হতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ০৫ জন মাদক কারবারীকে আমাবাহী ০১ টি পিকআপে ১৭৭০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাব-১ গ্রেফতার করেছে।
আজ রোববার ১১ আগস্ট বিকেলে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে ঢাকা-ময়মানসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।এসময় আসামী ১) মোঃ সেলিম বেপারী (৩৯), পিতা- মোঃ জুলহাস বেপারী, মাতা- মোছাঃ ছোপুরন বেগম, সাং- পঞ্চসার, পোঃ- পঞ্চসার, থানা- মুন্সিগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ, ২) মোঃ শিপন মাদবর, পিতা- মৃত আহসান উদ্দিন মাদবর, মাতা- মোছাঃ শাফিয়া বেগম, সাং- সরস্বতী, পোষ্ট- রামশিং থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৩) মোঃ সুমন ঢালী (৪২), পিতা- মৃত সুভা আলী, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম সাং- উত্তর মহাখালী, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৪) মোঃ বাদশা মিয়া (৩২), পিতা- মোঃ আব্দুর রব মিয়া, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- খোন্তাকাটা, পোষ্ট- পোরির খাল, থানা- বরগুনা, জেলা- বরগুনা, বর্তমান ঠিকানা- মুকদা মদিনামাঘ, থানা- মুকদা, ডিএমপি ঢাকা, এবং ৫) মোছাঃ মায়া খাতুন, পিতা- মৃত সালামত খান, মাতা- মৃত আশিয়া বেগম, সাং- চরডুরিয়া, পোষ্ট- চরডুরিয়া, থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের চালিত পিকআপ হতে ১৭৭০ বোতল ফেন্সিডিল, ০৮ টি মোবাইল ফোন এবং নগদ ৮,৫৯৬/- টাকা উদ্ধার করা হয় এবং ৪৭৮ কেজি আমসহ পিকআপটি জব্দ করা হয়।
ধৃত আসামী সেলিম বেপারী’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন ফল বিক্রেতা। সে প্রায় ০৮ বছরে বেশী সময় ধরে ফলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। মহাখালীর জনৈক যুগন হাওলাদারের মাধ্যমে সে মাদক ব্যবসা শুরু করে বলে জানায়। যুগন হাওলাদার পেশায় একজন ফল ব্যবসায়ী। সদরঘাট এলাকায় তার ফলের আড়ৎ আছে। সে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের আড়ালে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে এসে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবারহ করে, যাদের অধিকাংশই ফল বিক্রেতা। ধৃত আসামী সেলিম নামে মাত্র ফল বিক্রি করলেও তাদের মূল উদ্দেশ্য মাদক ব্যবসা করা। যাতে করে সহজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে পারে।


ধৃত অপর আসামী শিপন মাদবর’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার একটি পোল্ট্রি মুরগীর খামার আছে। সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে পোল্ট্রি ফিডের আড়ালে মাদক পরিবহন ও ব্যবসা করে বলে জানায়। পোল্ট্রি ফিডের বস্তায় মাদকের চালান নিয়ে আসার পর সেগুলো মুরগীর খামারে লুকিয়ে রাখে এবং সেখান থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে।
ধৃত অপর আসামী সুমন ঢালী’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি ফার্নিচারের দোকানে দৈনিক মুজুরীতে কাজ করে। সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে মাদক ব্যবসায়ী যুগন হাওলাদারের অন্যতম সহযোগী। যুগন হাওলাদার ফলের আড়ৎ নিয়ে ব্যস্ত থাকায় সুমন তার মাদক ব্যবসা দেখাশুনা করে। মাদকের চালান ঢাকায় পৌঁছানোর পর সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট মাদক দ্রব্যগুলো সরবারহ করে থাকে।
ধৃত আসামী বাদশা মিয়া’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন পিকআপ চালক। সে দীর্ঘদিন ধরে মৌসুমি ফল ও ফসল পরিবহনের আড়ালে মাদক দ্রব্য পরিবহন করে আসছে। সে মুন্সিগ”ের জনৈক লিটনের মাধ্যমে সে মাদক ব্যবসা শুরু করে। সে মাদকের চালান রাজধানীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিয়ে থাকে। সে ইতিপূর্বে ছোট-বড় সংখ্যা মাদকের চালান রাজধানীর বিভিন্ন স্থানে সরবারহ করেছে বলে জানা যায়। চালানপ্রতি সে ৮-১০ হাজার টাকা পেয়ে থাকে বলে ধৃত আসামী স্বীকার করে।
ধৃত আসামী মায়া খাতুন’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন মায়া গৃহীনি। তিন বছর আগে তার স্বামী তাকে তালাক প্রদান করে। এরপর থেকেই সে মূলত অর্থ উপর্জনের মাধ্যম হিসেবে মাদক ব্যবসা বেছে নেয়। সে মাদক স্থানীয় ব্যবসায়ীদের নিকট মাদক দ্রব্য সরবারহের কাজ করে থাকে। মদক দ্রব্যের চালান পাওয়ার পর সেগুলো তার বাসায় সংরক্ষণ করে এবং পর্যাক্রমে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর নিকট সরবারহ করে থাকে বলে ধৃত আসামী জানায়।
ধৃত আসামীদের জিজ্ঞসাবাদে জানা যায় যে, তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জে। তাদের সাথে মাদক ব্যবসায় জড়িত বেশ কয়েকজনের নাম জানা গেছে এবং তাদের গ্রেফতার চেষ্টা অব্যহত আছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here